লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সংগীয় এএসআই মোঃ  শাহ আলম সহ ইং ০৪/১২/২০২০  তারিখ ২১.০৪ ঘটিকার সময় লালপুর থানাধীন উত্তর লালপুর গ্রামস্থ জনৈক মোঃ আতাউর রহমান (৩৫), পিতা- মৃত নুর আলী এর বসতবাড়ীর দক্ষিনে মেহগনি বাগানের মধ্যে হতে আসামী ১. (C6LJT) মোঃ সজিব ইসলাম (২১), পিতা- মোঃ বাদশা আলম স্থায়ী : গ্রাম- দক্ষিন লালপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage