লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর এসআই (নিরস্ত্র) মোঃ আজিজুল হক সংগীয় এএসআই মোঃ শাহ আলম সহ ইং ০৪/১২/২০২০ তারিখ ২১.০৪ ঘটিকার সময় লালপুর থানাধীন উত্তর লালপুর গ্রামস্থ জনৈক মোঃ আতাউর রহমান (৩৫), পিতা- মৃত নুর আলী এর বসতবাড়ীর দক্ষিনে মেহগনি বাগানের মধ্যে হতে আসামী ১. (C6LJT) মোঃ সজিব ইসলাম (২১), পিতা- মোঃ বাদশা আলম স্থায়ী : গ্রাম- দক্ষিন লালপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।