লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক সংগীয় এএসআই (নিরস্ত্র) মোঃ সেরাফত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা সহ ইং ০৪/১২/২০২০ তারিখ ২১.০৫ ঘটিকার সময় লালপুর থানাধীন উত্তর লালপুর গ্রামস্থ আসামী মোঃ বাবুল হোসেন ওরফে চাঁদ (৫৬), পিতা- মৃত হাবিবুল্লাহ মন্ডল ওরফে পলান এর নিজস্ব মুদি দোকানের দক্ষিনে লালপুর টু ঈশ্বরদী গামী পাকা রাস্তার উপর পাশে অভিযান ডিউটি করাকালীন ১০ (দশ) পুড়িয়া শুকান গাঁজা, ওজন-১০ (দশ) গ্রাম, মূল্য অনুমান-১,০০০/- টাকা সহ আসামী ১. (7DW3H) মোঃ বাবলু হোসেন @ চাঁদ (৫৪), পিতা- মৃত হাবিবুল্লাহ মন্ডল@ পলান স্থায়ী : গ্রাম- উত্তর লালপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।