লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই(নিরস্ত্র) মোঃ নিজাম উদ্দিন সংগীয় এএসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল ইসলাম সহ ইং ০২/১২/২০২০ তারিখ ১৯.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন মিলকিপাড়া (চকশোভ) গ্রামস্থ মোঃ আঃ ছামাদ (৪৫), পিতা- মৃত আলিমুদ্দিন এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর ডিউটি করাকারীন সময় ৫০ (পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুমান-৬,০০০/- টাকা সহ আসামী ১. (C63PL) মোঃ মামুন হোসেন (২৫), পিতা- মোঃ আঃ সামাদ স্থায়ী : গ্রাম- মিলকিপাড়া (চকশোভ) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।