বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এফএন্ডডি) জনাব মোঃ শাহাব উদ্দীন কোরেশী মহোদয়সহ ডিআইজি (এফএন্ডডি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অতিরিক্ত ডিআইজি (ডেভলপমেন্ট-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অতিরিক্ত ডিআইজি (অর্থ ও বাজেট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার (কল্যাণ ট্রাস্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা’গণ অদ্য ০২-১০-২০১৯ খ্রিঃ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে বগুড়া জেলার নির্মাণাধীন ১০ (দশ) তলা ভিত বিশিষ্ট এবং একটি বেইজমেন্টসহ ০৮ (আট) তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন (পুলিশ প্লাজা, বগুড়া) পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময় জেলা পুলিশ বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার ও জেলার সকল র্উদ্ধতন কর্মকর্তা’গণ উপস্থিত ছিলেন। মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় পুলিশ প্লাজা, বগুড়া পরিদর্শনের পর বগুড়া জেলার ব্যাবসায়ীদের সাথে পুলিশ প্লাজা, বগুড়ার দোকান বরাদ্দ সংক্রানন্তে মতবিনিময় সভা করেন।