মোহনপুরে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, আসামী পলাতক

রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হরিহরপুর গ্রামস্থ্য মোঃ আব্দুল হামেদ (৬০) পিতা- মৃত হায়দোর খাঁ এর মেয়ে ভিকটিম মোসাঃ হাফিজা খাতুন (১৬) ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় নবম শ্রেনীতে লেখাপড়া করিত। ভিকটিমের খালাতো ভাই আসামী ১। মোঃ মিঠুন (২১) পিতা- মোঃ মনজুর, সাং- মাজারদিয়ার, থানা- দামকুড়া, মহানগর রাজশাহী  বিভিন্ন সময় ভিকটিমরে বাড়ীতে আসিয়া  প্রেম-নিবেদন সহ কু-প্রস্তাব দিত। আসামী মিঠুর এর প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০/০৯/১৯ খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় ভিকটিম হাফিজা খাতুন মাদ্রাসায় যাওয়ার পথে মোহনপুর থানাধীন ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সামনে পাঁকা রাস্তায় পৌঁছাইলে আসামী মোঃ মিঠুন ও তার মা আসামী মোসাঃ শিরিফা সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর সহায়তায় হাফিজাকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলাইয়া অপহরণ করিয়া অজ্ঞাতনামা সিনএজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

এ ঘটনায় হাফিজার বাবা বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ করিলে মোহনপুর থানার অফিসার ইর্নচাজ(ওসি) মোস্তাক আহমেদ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করিয়া তদন্তভার পিএসআই(নিঃ) মোঃ আলতাফ হোসেন এর উপর অর্পণ করনে । মামলার তদন্তকারী অফিসার রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন মাজারদিয়ার নামক এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার করেন। আসামীগন পলাতক রহিয়াছে। মামলাটির তদন্ত চলতিছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage