জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই মোঃ জাহাঙ্গীর আলম এএসআই মোঃ রাকিব হোসেন এবং এএসআই মো এনামুল হক ও ফোর্সসহ জয়পুরহাট থানার উত্তর জয়পুর টুকুমোড়, শালপাড়া টু জয়পুরহাট রোডে চেকপোস্ট ডিউটি চলাকালীন একটি গোপন সংবাদ পাই যে পাঁচবিবি থানার খাঙ্গার হাটখোলা হইতে তিনজন ব্যক্তি মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়া শালপাড়া দিয়ে জয়পুরহাটের দিকে আসতেছে এমতাবস্থায় glamour hero honda ঠেকিয়ে তল্লাশী করলে ৬০ বোতল ফেন্সিডিলসহ ১। শ্রী তিুল সরকার(৪৮), পিতা- মৃত হরেন্দ্রনাথ সরকার, গ্রাম- নওদা পাড়া ২। মোঃ সাগর হোসেন(২৫) পিত- মোঃ আব্দুস সামাদ গ্রাম- শালুয়া এবং ৩। মোঃ ফেরদৌস(২৩), পিতা- মৃত মোজাম্মেল হক গ্রাম- নওদা পাড়া সর্ব থানা- পাঁচবিবি জেলা- জয়পুরহাট দ্বয়কে গ্রেফতার করেন জয়পুরহাট হাট ডিবি পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।