নাটোরে ৫৩০০ কেস ডকেট ক্লিপ ফাইল এবং ২১০ টি অটো কার্বন জিডি বই বিতরণ

সাধারন মানুষদের দ্রুত সেবা নিশ্চিত করতে নাটোর জেলার সকল থানায় সর্বমোট ২১০ টি অটো কার্বন জিডি বই (প্রতিটি বই এ ১০০ টি করে পাতা) বিতরণ করা হয়। পাশাপাশি মামলা তদন্তকারী অফিসারদের নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের জন্য জেলার সকল থানায় সর্বমোট ৫৩০০ টি কেস ডকেট ক্লিপ ফাইল বিতরণ করা হয় । উক্ত ৫৩০০ কেস ডকেট ক্লিপ ফাইল এবং ২১০ টি অটো কার্বন জিডি বই জেলার সকল থানার অফিসার ইনচার্জদের মাঝে অদ্য ১৭-১১-২০২০ খ্রি. বিতরণ করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage