সাধারন মানুষদের দ্রুত সেবা নিশ্চিত করতে নাটোর জেলার সকল থানায় সর্বমোট ২১০ টি অটো কার্বন জিডি বই (প্রতিটি বই এ ১০০ টি করে পাতা) বিতরণ করা হয়। পাশাপাশি মামলা তদন্তকারী অফিসারদের নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের জন্য জেলার সকল থানায় সর্বমোট ৫৩০০ টি কেস ডকেট ক্লিপ ফাইল বিতরণ করা হয় । উক্ত ৫৩০০ কেস ডকেট ক্লিপ ফাইল এবং ২১০ টি অটো কার্বন জিডি বই জেলার সকল থানার অফিসার ইনচার্জদের মাঝে অদ্য ১৭-১১-২০২০ খ্রি. বিতরণ করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর ।