“মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা পুলিশ, নাটোরের আয়োজনে অদ্য ৩১-১০-২০২০ খ্রি. সময় ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রত্না আহম্মেদ এমপি, সংরক্ষিত মহিলা আসন-৪৩ (নাটোর-নওগাঁ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক, নাটোর, জনাব এ্যাড মোঃ সাজেদুর রহমান খাঁন, চেয়ারম্যান, জেলা পরিষদ, নাটোর, জনাব উমা চৌধুরী জলি, মেয়র, নাটোর পৌরসভা, নাটোর, জনাব মোঃ শরীফউদ্দিন, পুলিশ সুপার, পিবিআই, নাটোর, জনাব মোঃ আব্দুস সালাম, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং, নাটোর । উক্ত অনুষ্ঠানে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ এবং সকল থানার কমিউনিটি পুলিশের সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন । উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর ।