রাজশাহীর তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশের সহযোগীতায় চুরি যাওয়া ৪টি গরুর মধ্যে ২টি গরু উদ্ধার করা হয়েছে।, তানোর থানাধীন পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত: ছমির উদ্দিনের ছেলে বাদী মোঃ আয়েস উদ্দিন এর বাড়ির গোয়াল ঘরের পেলেনসিটির তৈরি দরজার লোহার বালা কেটে গত ২১শে সেপ্টেম্বর ২০১৯ইং গভীর রাত্রে ৪টি গরু চুরি হয়ে যায়।
তার ওই ধারাবাহিকতায় গত সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০১৯ইং মুন্ডুমালা পশুর হাটে গিয়েও গরুর খোঁজখবর নিতে থাকেন। একপর্যায়ে বেলা আনুমানিক সাড়ে ৪টার দিকে পশুর হাটে চুরি যাওয়া একটি গরু বিক্রি করতে দেখা যায় এবং সেই ব্যাক্তির নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয়। সে তাহার নাম মোঃ মুকুল (৪৫) পিতা- মৃত: জাবের মিস্ত্রী গ্রাম- রাজারামপুর চাতরা, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী বলে জানায়। তখন মুন্ডুমালা পশুর হাটে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মুকুলকে জিজ্ঞাসাবাদে হাটে উপস্থিত লোকজনের সামনে জানায়, গরুটি ২৯শে সেপ্টেম্বর ২০১৯ইং রাজশাহীর সিটির হাট থেকে ক্রয় করেছে। আরো জানায় ক্রয়কৃত ব্যাক্তির কাছে আরো গরু আছে, এরপর মুকুলের নিকট থেকে প্রাপ্ত গরুটি পুলিশের হেফাজতে গ্রহণ করে। তানোর থানার অফিসার ইনচার্জের নিদেশ মোতাবেক থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মুকুলকে সাথে নিয়ে চোরাই গরু বিক্রেতা মামলায় এজাহার নামীয় আসামী মোঃ তমির উদ্দিন (৫০) পিতা- মৃত: সমসের আলী, গ্রাম- তেতুলিয়াডাঙ্গা নগরপাড়া, থানা- কর্ণহার, জেলা- রাজশাহী এর বাড়িতে অভিযান চালাইয়া তাহার বসত বাড়ীর গোয়াল ঘর থেকে স্থানীয় লোকজনের সামনে ১টি গরু উদ্ধার করেন। এই বিষয়ে তানোর থানায় একটি মামলা রুজু হয়েছে। যাহা তানোর থানার মামলা নং-০২ তারিখ-০১/১০/২০১৯ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনেল কোর্ড রুজু হয়।