রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

৩০/০৯/২০১৯ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী। এ সময়  উপস্থিত ছিলেন জনাব মোঃ নিশারুল আরিফ, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহীসহ রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতি মহোদয় উক্ত সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক বিরোধী চলমান বিশেষ অভিযান জোরদার করণে থানার অফিসার ইনচার্জ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী ০৪ (চার) জন অফিসারকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ “সনদপত্র” প্রদান করা হয়।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage