করোনার উপসর্গ নিয়ে নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম মোল্লা গত ০১ সেপ্টেম্বর ২০২০ খ্রি. রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন । তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে রেখে চিকিৎসা দেওয়া হয় । রাজারবাগ পুলিশ হাসপাতাল, ঢাকাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০৭-০৯-২০২০ খ্রিঃ সময় ১৪.৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন । ইং ০৮-০৯-২০২০ খ্রি. তার করোনা পজিটিভ ফলাফল আসে। তিনি একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা ছিলেন । ২৯/০৮/১৯৯৫ খ্রি. তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । এএসআই আব্দুল আলীম জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন দক্ষিণ তাউসারা গ্রামে ২৫/০৬/১৯৭৬ খ্রি. জন্মগ্রহণ করেন । দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক । জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর এক শোক বার্তায় জানান, করোনা সংক্রমণ রোধে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে জীবন দিলেন এএসআই আব্দুল আলীম। দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করে তিনি ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। উক্ত শোক বার্তায় পুলিশ সুপার, নাটোর মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।