শিবগঞ্জ থানা কর্তৃক ৩২ বোতল ফেন্সিডিল সহ ২ জন আসামী গ্রেফতার

এ এস আই মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শিবগঞ্জ থানাধীন ধোবড়া বাজার নামক স্থান হইতে আসামী ১। মোহাম্মদ আমিরুল ইসলাম (৩৪),  পিতা- মাইনুল ইসলাম, গ্রাম - কলাবাড়ি, ২। মোঃ আলম (২০),  পিতা মৃত আকতার, গ্রাম- জোহুরপুর, থানা- শিবগঞ্জ,  জেলা- চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage