এএসআই মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শিবগঞ্জ থানাধীন গোপালনগর মোড়ে বলাকা মার্কেটের পূর্বে সুমন ভলকানাইজিং দোকানের মধ্য হইতে আসামী ১। মোঃ জসিম উদ্দিন, পিতা সহিম উদ্দিন, সাং কানসাট কলোনী, ২। মোঃ সুমন আলি, পিতা লালান মমিন সাং কানসাট কাঠগড়, উভয় থানা শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতিয় ফেন্সিডিল সহ আসামী গ্রেফতার করেন।