বাদী মোঃ আমিরুল ইসলাম এর লিখিত এজাহারের প্রেক্ষিতে চাটমোহর থানার মামলা নং-০৭, তারিখ-১২-০৭-২০২০ খ্রিঃ, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু করা হয়। অতপর পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের নির্দেশনায়, চাটমোহর সার্কেল এএসপি জনাব মোঃ সজীব শাহরীন স্যার এর এবং চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্যার এর সার্বিক তত্ত্বাবধানে চোরাই গরু উদ্ধার অভিযান পরিচালনা করে অত্র থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুল হাননান এর নেতৃত্বে এসআই/মোঃ মঈনুল হোসেন, এসআই/মোঃ রবিউল ইসলাম, এসআই শ্রী পুতুল কুমার, এএসআই/মোঃ আজিজুল হক ও অন্যান্য ফোর্সের সহযোগীতায় কুখ্যাত গরু চোর আসামী ১। মোঃ শাহীন হোসেন(২৮), পিতা-মোঃ ঘবেদ আলী ২। মোঃ আঃ রশিদ(৫৫), পিতা-মৃত তায়জাল, উভয়সাং-শাহাপুর, থানা-চাটমোহর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়।অতপর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায় যে, তাহারা উক্ত গরু চুরি করতঃ নছিমন (ট্রাক) গাড়ীতে করে আসামী ৩। মোঃ আঃ কুদ্দুস(৪৫), পিতা-মৃত সোনাই, সাং-পবাখালী, থানা-চাটমোহর, জেলা-পাবনার নিকট বিক্রয় করেছে। তখন আসামী মোঃ আঃ কুদ্দুস কে গ্রেফতার করা সহ তার বাড়ী হইতে উক্ত মামলার আলামত গরু দুইটি উদ্ধার পূর্বক জব্দ করেন। বর্তমানে চাটমোহর থানা পুলিশ কর্তৃক উদ্ধার অভিযান কার্যক্রাম অব্যাহত আছে।