চাটমোহর থানার মামলা নং-০১, তারিখ-০২-০২-২০২০ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড

পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের নির্দেশনায়, চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্যার এর সার্বিক তত্ত্বাবধানে চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযান পরিচালনা করে চাটমোহর থানার মামলা নং-০১, তারিখ-০২-০২-২০২০ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড সংক্রান্তে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল হাননান এর নেতৃত্বে এসআই শ্রী প্রদীপ কুমার শীল, এএসআই/মোঃ আজিজুল হক ও অন্যান্য ফোর্সের সহযোগীতায় কুখ্যাত মোটর সাইকেল চোর আসামী ১। মোঃ রনি(২৯), পিতা-মোঃ আঃ মান্নান, সাং-দোলং, থানা-চাটমোহর, জেলা-পাবনাকে গাজীপুর জেলার টঙ্গি থেকে গ্রেফতার করা সহ তার হেফাজত হইতে উক্ত মামলার আলামত একটি HERO HUNK 150.cc মোটর সাইকেল উদ্ধার করেন। ইহা ছাড়াও আসামী রনিকে নিয়ে পাবনায় ও ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি APACHE মোটর সাইকেল এবং ০১টি F.Z মোটর সাইকেল উদ্ধার সহ আসামী ২। মোঃ রুবেল(২০), পিতা-মোঃ আলম মালিথা, সাং-বাঘইল ৩। মোঃ শাহিন(২৫), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-চরশাহাপুর, উভয়থানা-ঈশ্বরদী ৪। মোঃ সুমন (২৮), পিতা- মোঃ রেজাউল করিম , গ্রাম- নাজিরপুর, থানা- পাবনা সদর, পাবনা, A/Pসাং-রুপপুর, থানা-ঈশ্বরদী (আহম্মদ আলীর বাড়ীর ভাড়াটিয়া) সর্ব জেলা-পাবনাগনকে গ্রেফতার করা হয়। বর্তমানে অভিযান পরিচালনা অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage