বগুড়া ডিবি পুলিশের অবৈধ অস্ত্র, ডাকাতি প্রস্তুতি ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে (ক) একটি দেশীয় তৈরী সচল ওয়ান সুটারগান, যাহা খয়েরী রংয়ের কাঠের বাট ও বডি সংযুক্ত, যাহা বাট সহ দৈর্ঘ ২৩ ইঞ্চি এবং বাট ছাড়া দৈর্ঘ ১৯ ইঞ্চি, উক্ত সুটারগানটি স্টীলের তৈরী ব্যারেল লোহার তৈরী ট্রেগার, বোল্ড এবং ফায়ারিং পিন সংযুক্ত, (খ) একটি কালো রংয়ের কার্তুজ যাহার গায়ে ইংরেজীতে plastik Sellier @ Bellot এবং BB-70 লেখা আছে। (গ) একটি স্টীলের তৈরী বার্মিজ চাকু যাহা বাট সহ দৈর্ঘ ৯ ইঞ্চি যাহা লক সিস্টেম ফল্ডিং করা যায়, বাটের এক পার্শ্বে ক্লিপ সংযুক্ত এবং অপর পাশে পিস্তুল ও ছুরির মনোগ্রাম আছে, চাকুটি এক পাশে ধারালো অগ্রভাগ সরুসহ ১। মোঃ হযরত আলী (৩৮), পিতা মৃত রমজান আলী, সাং মাটিডালি স্কুলের পিছনে, থানা বগুড়া সদর, ২। মোঃ মজিবর রহমান (২৮), পিতা মৃত ছাদেক আলী, সাং বেলভুজা, থানা শিবগঞ্জ, উভয় জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল।