শাহজাদপুর থানাধীন গুধিবাড়ী গ্রামে জোড়া খুন মামলায় এজাহার নামীয় মূল আসামীসহ মোট গ্রেফতার ০৬ জন।

শাহজাদপুর থানাধীন গুধিবাড়ী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ০২ জন নিহত হওয়ার ঘটনার মামলায় এজাহার নামীয় সর্বমোট ০৬ জন আসামীদের গ্রেফতার পূর্বক অদ্য ২৮-০৫-২০২০২ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিস্তারিত..... গত ইং ২৬/০৫/২০২০ তারিখ বিকালে শাহজাদপুর থানাধীন গুধিবাড়ী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ০১ জন করিয়া মোট ০২ জন নিহত হন। যাহার মধ্যে একজনের নাম মৃত রিপন (৩০) পিতা-মোঃ মান্নান মেকার সাং-গুধিবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ এবং অপরজন মৃত আশরাফুল ইসলাম (১৬) পিতা-মৃত আনছার মোল্লা, সাং-গুধিবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। মৃত রিপনের পক্ষে তাহার স্ত্রী মোছাঃ মনিরা খাতুন বাদী হইয়া এজাহার নামীয় ৩৪ জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জন উল্লেখ পূর্বক লিখিত এজাহার দায়ের করিলে শাহজাদপুর থানার মামলা নং-১৮, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড রুজু করা হয় এবং মৃত আশরাফুল ইসলামের পক্ষে তাহার মা মোছাঃ খোদেজা খাতুন বাদী হইয়া এজাহার নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন উল্লেখ পূর্বক লিখিত এজাহার দায়ের করিলে শাহজাদপুর থানার মামলা নং-১৯, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা ০২টিতে এ পর্যন্ত এজাহার নামীয় মোট ০৬ জন আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। এরমধ্যে মামলা নং-১৮, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড এর গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ০১ জন। যাহার নাম মোঃ আকতার হোসেন (৪২) পিতা-মৃত আলীমুদ্দিন @ আলে, সাং-গুধিবাড়ী। সে উক্ত মামলার এজাহার নামীয় ৭নং আসামী। অপরদিকে মামলা নং-১৯, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড এর গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ০৫ জন। তাহাদের নাম যথাক্রমে ১। এজাহার নামীয় ১নং আসামী মোঃ গাজী বেপারী (৩৫) পিতা-মৃত মাহাই বেপারী, ২। এজাহার নামীয় ১০নং আসামী মোঃ সাহেব আলী (৩৪) পিতা-মৃত হামির প্রাং, ৩। এজাহার নামীয় ১২নং আসামী মোঃ আবু সামা বেপারী (৩৮) পিতা-মোঃ ওহাব বেপারী, ৪। এজাহার নামীয় ১৯নং আসামী মনি প্রাং (১৯) পিতা-মৃত চাঁন মিয়া, এবং ৫। এজাহার নামীয় ২১নং আসামী মোছাঃ জয়নব খাতুন (৪৫) স্বামী-সানোয়ার বেপারী, সর্ব সাং-গুধিবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage