শাহজাদপুর থানাধীন গুধিবাড়ী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ০২ জন নিহত হওয়ার ঘটনার মামলায় এজাহার নামীয় সর্বমোট ০৬ জন আসামীদের গ্রেফতার পূর্বক অদ্য ২৮-০৫-২০২০২ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিস্তারিত..... গত ইং ২৬/০৫/২০২০ তারিখ বিকালে শাহজাদপুর থানাধীন গুধিবাড়ী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ০১ জন করিয়া মোট ০২ জন নিহত হন। যাহার মধ্যে একজনের নাম মৃত রিপন (৩০) পিতা-মোঃ মান্নান মেকার সাং-গুধিবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ এবং অপরজন মৃত আশরাফুল ইসলাম (১৬) পিতা-মৃত আনছার মোল্লা, সাং-গুধিবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। মৃত রিপনের পক্ষে তাহার স্ত্রী মোছাঃ মনিরা খাতুন বাদী হইয়া এজাহার নামীয় ৩৪ জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জন উল্লেখ পূর্বক লিখিত এজাহার দায়ের করিলে শাহজাদপুর থানার মামলা নং-১৮, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড রুজু করা হয় এবং মৃত আশরাফুল ইসলামের পক্ষে তাহার মা মোছাঃ খোদেজা খাতুন বাদী হইয়া এজাহার নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন উল্লেখ পূর্বক লিখিত এজাহার দায়ের করিলে শাহজাদপুর থানার মামলা নং-১৯, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা ০২টিতে এ পর্যন্ত এজাহার নামীয় মোট ০৬ জন আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। এরমধ্যে মামলা নং-১৮, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড এর গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ০১ জন। যাহার নাম মোঃ আকতার হোসেন (৪২) পিতা-মৃত আলীমুদ্দিন @ আলে, সাং-গুধিবাড়ী। সে উক্ত মামলার এজাহার নামীয় ৭নং আসামী। অপরদিকে মামলা নং-১৯, তারিখ-২৭/০৫/২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড এর গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ০৫ জন। তাহাদের নাম যথাক্রমে ১। এজাহার নামীয় ১নং আসামী মোঃ গাজী বেপারী (৩৫) পিতা-মৃত মাহাই বেপারী, ২। এজাহার নামীয় ১০নং আসামী মোঃ সাহেব আলী (৩৪) পিতা-মৃত হামির প্রাং, ৩। এজাহার নামীয় ১২নং আসামী মোঃ আবু সামা বেপারী (৩৮) পিতা-মোঃ ওহাব বেপারী, ৪। এজাহার নামীয় ১৯নং আসামী মনি প্রাং (১৯) পিতা-মৃত চাঁন মিয়া, এবং ৫। এজাহার নামীয় ২১নং আসামী মোছাঃ জয়নব খাতুন (৪৫) স্বামী-সানোয়ার বেপারী, সর্ব সাং-গুধিবাড়ী, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।