পাবনা জেলায় শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে গত ০৯-০৪-২০১৯ তারিখ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পাবনা জেলার ১১৬ জন চরমপন্থী আত্মসমর্পণ করে । সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয় এর সভাপতিত্বে অদ্য ২৯-০৪-২০২০ খ্রি. সময় ১৪.৫০ ঘটিকায় পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে বিশেষ পুলিশি নিরাপত্তার মধ্যে “পাবনা জেলার আত্মসমর্পনকারী চরমপন্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শামসুল হক টুকু এমপি, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক প্রিন্স, মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫, জনাব আহমেদ ফিরোজ কবির, মাননীয় সংসদ সদস্য, পাবনা-২, জনাব কবির মাহমুদ, জেলা প্রশাসক, পাবনা, জনাব মোহাম্মদ জহীর উদ্দীন, যুগ্ম পরিচালক, বিভাগীয় এনএসআই, রাজশাহী, জনাব কামরুল হাসান পিন্টু, মেয়র পাবনা পৌরসভা, জনাব আলহাজ্ব মোশারোফ হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাবনা। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক’সহ পাবনা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশ, পাবনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পাবনা জেলার ৯৯ জন আত্মসমর্পণকারী প্রত্যেক চরমপন্থীদের মাঝে তাদের কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয় ।