খালি জমিতে সবজি চাষের উদ্যোগ পাবনা পুলিশের

পবনা জেলা পুলিশ সুপার কার্যলয়ের খালি জমিতে সবজি চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সুপার কার্যালয়ের প্রায় তিন বিঘা খালি জমি আবাদযোগ্য করার কাজ চলছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে খালি জমি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফাত লেনিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনায় পাবনা জেলা পুলিশ খালি জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছে। প্রায় তিন বিঘা আনাবাদি জমিকে আবাদযোগ্য করে তোলার কাজ শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই জমিতে ঋতুভেদে বিভিন্ন সবজির চাষ করা হবে। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় খালি জায়গাগুলোতেও এই কার্যক্রম চালু করা হয়েছে। পুরো প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধনে আছেন পাবনা জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।’







সর্বশেষ সংবাদ
DIG Homepage