৫৫ পিচ ইয়াবা সহ ০১ জন আসামী আটক

এসআই (নিরস্ত্র)/মোঃ আইনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ২৩/০৯/২০১৯ তারিখ ২১:১৫ ঘটিকার সময় গোমস্তাপুর থানাধীন জনৈক মোঃ সুমন রেজা (২৯), পিতা-মোঃ শাহালাল আলী, সাং- শুক্রবাড়ী (চৌডালা) এর চায়ের ষ্টলের সামনে শুক্রবাড়ী হতে বেলাল বাজার যাওয়ার ইটের হেয়ারিং সরকারী রাস্তার উপর হইতে আসামী-১। মোঃ সাজেমান (২৪), পিতা-আব্দুল গফুর, সাং-চৌডালা দিয়ারাপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আসামী ৫৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage