জেলা গোয়েন্দা শাখার অভিযানে আসামী হাবিবুর রহমান (৩৩) পিতা-নজরুল ইসলাম লুটু সাং ঘোড়াপাখিয়া ঝিল্লিপাড়া থানা-চাঁপাইনবাবগঞ্জকে ১২০ (একশত বিশ) বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানাধীন রানীহাটি মাধাপাড়া মহাসড়কের পাশ্ব হতে অদ্য ২৩/৯/২০১৯ ইং ২১:২০ ঘটিকায় আটক করে।