অযথা বাহিরে ঘোরা-ফেরা করায় নাটোর জেলায় ২২ টি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটকসহ সর্বমোট ৯৮ টি মোটর সাইকেলের মামলা

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন যাতে করে জনসাধারণ ঘরে অবস্থান করেন । তারপরও বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘরে না থেকে বাহিরে বের হয়ে আসছেন । নাটোর জেলার সকল থানা, ট্রাফিক, তদন্তকেন্দ্র/ফাঁড়ি কর্তৃক অদ্য ০৫/০৪/২০২০ খ্রি. ২২ টি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক, অন্যান্যভাবে ৭৬ টি মোটরসাইকেলে মামলাসহ সর্বমোট ৯৮ টি মামলা দেওয়া হয় । ইহা ছাড়াও জেলার প্রতিটি জায়গায় জনসমাগম রোধে, অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করা, বাজার, গলি কিংবা মহল্লার মধ্যে সকল প্রকার আড্ডা বন্ধ রাখতে সার্বক্ষণিক কাজ করছে জেলা পুলিশ, নাটোর । আসুন আমরা সবাই সরকারি নিদের্শনাসমূহ পালন করি এবং নিজ গৃহে অবস্থান করি । অযথা বাড়ির বাহিরে যাওয়া থেকে বিরত থাকি । আমরা নিজে সুস্থ থাকি এবং আমাদের পরিবার ও অন্যদেরকেও সুস্থ রাখি ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage