ঘরে থেকে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার নীতিমালা সর্বজনবিদিত । নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে দেশের মানুষকে রক্ষায় বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। যাতে করে জনসাধারণ ঘরে অবস্থান করেন । তারপরও বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘরে না থেকে বাহিরে বের হয়ে আসছেন । জেলার সকল থানার টহল টীম, ডিবি টিম, ট্রাফিক পুলিশ, স্পেশাল টীম এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সরকারি নিদের্শনাসমূহ পালন, হোম কোয়ারেন্টাইন ও সাধারণ মানুষদের নিজ গৃহে অবস্থান করাতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, নাটোর । অদ্য ০৩-০৪-২০২০ খ্রি. সকাল হতে জেলার সকল থানা এলাকায় হ্যান্ড মাইক, মসজিদ কমিটি এবং স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সকলকে সামাজিক দূরত্ব ও ঘরে থাকার বিষয়ে আহবান জানানো হয় । সেই সাথে সকল জনসাধারণকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যেতে এবং কোন ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করা হয় । এছাড়াও থানা এলাকার সকল জনগণকে ঘরে রাখা ও অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করা, বাজার, গলি কিংবা মহল্লার মধ্যে সকল প্রকার আড্ডা বন্ধ রাখতে সার্বক্ষণিক কাজ করছে জেলা পুলিশ, নাটোর ।