নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করা, বাজার, গলি কিংবা মহল্লার মধ্যে সকল প্রকার আড্ডা বন্ধ রাখতে সার্বক্ষণিক কাজ করছে জেলা পুলিশ, নাটোর

ঘরে থেকে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার নীতিমালা সর্বজনবিদিত । নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে দেশের মানুষকে রক্ষায় বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। যাতে করে জনসাধারণ ঘরে অবস্থান করেন । তারপরও বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘরে না থেকে বাহিরে বের হয়ে আসছেন । জেলার সকল থানার টহল টীম, ডিবি টিম, ট্রাফিক পুলিশ, স্পেশাল টীম এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সরকারি নিদের্শনাসমূহ পালন, হোম কোয়ারেন্টাইন ও সাধারণ মানুষদের নিজ গৃহে অবস্থান করাতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, নাটোর । অদ্য ০৩-০৪-২০২০ খ্রি. সকাল হতে জেলার সকল থানা এলাকায় হ্যান্ড মাইক, মসজিদ কমিটি এবং স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সকলকে সামাজিক দূরত্ব ও ঘরে থাকার বিষয়ে আহবান জানানো হয় । সেই সাথে সকল জনসাধারণকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যেতে এবং কোন ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করা হয় । এছাড়াও থানা এলাকার সকল জনগণকে ঘরে রাখা ও অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করা, বাজার, গলি কিংবা মহল্লার মধ্যে সকল প্রকার আড্ডা বন্ধ রাখতে সার্বক্ষণিক কাজ করছে জেলা পুলিশ, নাটোর ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage