"দৈনিক ডোনেট বাংলাদেশ" নামক অনলাইন সংবাদপত্রে প্রকাশিত হয়

অদ্য ২৯ মার্চ ২০২০ তারিখ দুপুর ১২ ঘটিকায় "দৈনিক ডোনেট বাংলাদেশ" নামক অনলাইন সংবাদপত্রে প্রকাশিত হয়- নওগাঁ জেলার পত্নীতলার আমাইড় ইউনিয়নের ডাসনগর গ্রামের আদিবাসী পাড়ায় জনৈক শ্রী ফুলচান পাহান (আনুমানিক ৮০ বছর) করোনা ভাইরাসের কারণে আয় রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। সংবাদটি নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া মহোদয়ের নজরে আসার সাথে সাথে তিনি অফিসার ইনচার্জ পত্নীতলা কে ফুলচান পাহানের খোঁজ নেওয়ার জন্য এবং তাঁকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ, পত্নীতলা জনাব পরিমল চক্রবর্তী দ্রুত ডাসনগর গ্রামে যান এবং শ্রী ফুলচান পাহানকে চাল,ডাল, সবজি কিনে দেন। সেই সাথে স্থানীয় ওয়ার্ড মেম্বার কে ডেকে ফুলচান পাহানকে বয়স্ক ভাতা এবং ভিজিএফ কার্ড প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage