করোনা ভাইরাস মোকাবেলায় হোম কোয়ারেন্টাইন এবং সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব নিশ্চিত করা এখন সবচেয়ে বেশি জরুরী। এ লক্ষ্যে কাজ করে চলেছে টিম নওগাঁ তথা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। অদ্য ২৮/০৩/২০২০ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয় নওগাঁ জেলার পোরশা ও সাপাহার থানার প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে সাধারণ জনগণের সাথে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে সচেতন করেন। এসময় তিনি শ্রমজীবী মানুষদের সাথে কথা বলেন।