করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশ নওগাঁর পক্ষ থেকে বদলগাছী থানা এলাকায় জনসচেতনতামূলক মহড়া

করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশ নওগাঁর পক্ষ থেকে সকাল থানা এলাকায় জনসচেতনতা তৈরীর লক্ষে প্রচার ও মহড়া অনুষ্ঠিত হয়। বদলগাছী থানার পক্ষ থেকে বদলগাছী থানার প্রধান সড়কসহ আশেপাশের গলি সমূহের অপ্রয়োজনীয় দোকান বন্ধকরন, লোক সমাগম কমানো, গণপরিবহনের ব্যবহার, বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাফিরা রোধকল্পে মহাদেবপুর সার্কে জনাব আবু সালেহ মো: আশরাফুল আলম ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী জোবায়ের আহাম্মদ এর নেতৃত্বে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। থানা এলাকায় জনগনকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন থাকা, বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলা এবং গুজব থেকে বিরত থাকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া জেলা পুলিশ নওগাঁর পক্ষ থেকে বদলগাছী থানা পুলিশ বিদেশ ফেরত নাগরিকদের বাড়ী বাড়ী গিয়ে তারা হোম কোয়ারেন্টাইন পালন করছেন কিনা তা তদারকী সহ তাহাদের বাড়ীর সামনে সচেতনতামূল ষ্টিকার লাগানো হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage