সার্বিক দিক বিবেচনা করিয়া পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারকে টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ভূষিত করেন।
টানা দ্বিতীয় বার অদ্য ইং ২২/০৯/২০১৯ তারিখে সিরাজগঞ্জ জেলা পুলিশ কল্যাণ সভায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় পুলিশ সুপার মহোদয় তাহার হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন। উক্ত পুরস্কারের প্রেক্ষিতে শাহজাদপুর থানার পক্ষ থেকে টানা দ্বিতীয়বার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় এবং শাহজাদপুর সার্কেল মহোদয়ের পরামর্শক্রমে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যার দাপ্তরিক কর্মকান্ড এবং সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে প্রতিপালন করেন। যাহার ফল স্বরুপ তিনি টানা দ্বিতীয়বার সেপ্টেম্বর/১৯ ইং মাসের কল্যাণ সভায় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
আগস্ট/১৯ইং মাসে সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।যাহার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-টিমের নেতৃত্ব দানকারী হিসাবে তিনি ১৫টি সাজা পরোয়ানা তামিল করেন। তন্মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২ জন আসামীর মধ্যে ০১ জনকে পাবনা জেলার ফরিদপুর থানা এলাকা হইতে ও অন্য জনকে বেড়া থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। ০৭ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামীকে টাঙ্গাইলের নাগরপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। ০৩ বছরের সাজাপ্রাপ্ত ০৬ জন আসামীদের মধ্যে ০৩ জন আসামীদের ঢাকার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতার করা হয়, ০১ জনকে এনায়েতপুর থানা এলাকা হইতে এবং বাঁকী ০২ জনকে শাহজাদপুর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। ০২ বছরের সাজাপ্রাপ্ত ০৩ জন এবং ০১ বছরের সাজাপ্রাপ্ত ০৩ জন আসামীদের তথ্য ও প্রযুক্তি সহায়তায় ও সোর্স নিয়োগের মাধ্যমে অতি কৌশলে গ্রেফতার করা হয়। এছাড়া জিআর ৮৪টি ও সিআর ৭২টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। ১৯টি মাদক মামলায় ২৫ জন আসামীসহ ১৫৩ পিচ ইয়াবা, ০৭ গ্রাম হেরোইন ও ০২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার। ০৪টি জুয়া মামলায় ২৩ জন আসামী ও অন্যান্য মামলায় ১৫ জন আসামী গ্রেফতার করা হয়। নিয়মিত মামলার ০৩ জন এবং জিডি মূলে ০৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। কয়েকটি আলোচিত খুন মামলার মধ্যে ইং ২১/০৮/১৯ইং তারিখে তথ্য ও প্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানাধীন বাড়াবিল গ্রামের মনিরুল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী প্রধান আসামী মোঃ সাইদুল ইসলাম তুষার @ তুহিনকে গাজীপুর হইতে গ্রেফতার করা হইলে সে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। শাহজাদপুর থানার মামলা নং-২৮(০৬)১৯, ধারা-২০০০ সালের নাঃ শিঃ নিঃ আইন (সং/০৩) এর ৭/৯ (১)/৩০ মামলার এজাহার নামীয় ০১নং মূল আসামীকে মানিকগঞ্জ হইতে গ্রেফতার করা হইলে সে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। উক্ত মামলায় মোট ০২ জন এজাহার নামীয় আসামী গ্রেফতার করা হয়। রতনকান্দি খুন মামলার এজাহার নামীয় ০১ ও ০৫নং আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া আলোচ্য মাসে অত্র শাহজাদপুর থানার নিম্নোক্ত কিছু গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতারে ও মামলা তদন্ত কাজে এবং চোরাই মালামাল উদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। যাহার মধ্যে মামলা নং-০২(০৮)১৯, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩০২/১১৪ দঃ বিঃ মামলার এজাহার নামীয় ০৩ জন আসামীদের পাবনা জেলার সাঁথিয়া থানাধীন জোড়গাছা গ্রাম হইতে গ্রেফতার করা হয়। মামলা নং-৩৮(০৩)১৯, ধারা-২০০০ সালের নাঃ শিঃ নিঃ আইন (সং/০৩) এর ৯ (ক)/৩০ মামলার এজাহার নামীয় ০৩ জন আসামীকে গ্রেফতার করাসহ সর্বমোট ০৭ জন আসামীদের গ্রেফতার করা হয়। মামলা নং-৩১(০৭)১৯, ধারা-৩৭৯/৪১১ দঃ বিঃ এর এজাহার নামীয় ০২ জন আসামীকে গত ইং ০১/০৮/২০১৯ তারিখে মামলার চোরাইকৃত মালামালসহ হাতেনাতে ধৃত করিলে আসামীদ্বয় চুরির বিষয়ে দোষ স্বীকার করে। মামলা নং-১০(০৮)১৯, ধারা-২০০০ সালের নাঃ শিঃ নিঃ আইন (সং/০৩) এর ৯ (১) মামলার এজাহার নামীয় একমাত্র আসামীকে গত ইং ০৭/০৮/১৯ তারিখে গ্রেফতার করা হয়। মামলা নং-৩১(৮)১৯, ধারা-৩৮০/৪১১ দঃ বিঃ চোরাই মালামালসহ ০১ জন আসামীকে হাতেনাতে ধৃত করিলে সে দোষ স্বীকার করে। মামলা নং-৪৭(৮)১৯ ধারা-২০০০ সালের নাঃ শিঃ নিঃ আইন (সং/০৩) এর ৯ (৪) (খ) মামলার বাক প্রতিবন্ধী মেয়ে মুন্নি (১৬) কে ধর্ষনের চেষ্টার অপরাধে উক্ত মামলার মূল এজাহার নামীয় ০১নং আসামীকে ধৃত করা হয়। মামলা নং-৪১(৮)১৯, ধারা-৩৭৯/৪১১ এর চোরাই মালামালসহ ০২ জন আসামীদ্বয়কে হাতেনাতে ধৃত করিলে তাহারা চুরির বিষয়ে স্বীকার করে।
গত ইং ০৮/০৪/২০১৯ তারিখে জনাব মোঃ আতাউর রহমান স্যার অফিসার ইনচার্জ হিসাবে তিনি অত্র শাহজাদপুর থানায় যোগদানের পর হইতে অত্যন্ত নিষ্ঠার সহিত অত্র থানা এলাকার আইন শৃংখলা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, জুয়া উৎখাত, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিল, অন্যান্য গ্রেফতারী পরোয়ানা তামিল, ডিডেক্ট না হওয়া মামলার রহস্য উদঘাটন ও প্রকৃত আসামীদের গ্রেফতার, বিভিন্ন অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, বিভিন্ন অপরাধ দমন সভা করিয়া জনমনে অপরাধ দমনে স্পৃহা জাগানো, বাল্য বিবাহ প্রতিরোধ, বখাটেদের ভালো কাজে নিয়োগ, বিদেশী নাগরিকদের নিরাপত্তা দানসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের যথেষ্ঠ অগ্রগতি সাধন করেন। প্রতি মাসেই জনাব মোঃ আতাউর রহমান স্যার অফিসার ইনচার্জ হিসাবেযথেষ্ঠ সাফল্য সাফল্য অর্জন করার ফল স্বরুপ তাহার টানা দুই বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ায় পুরুস্কার।