বিশেষ অভিযানে ৪৮ (আটচল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার

এস,আই (নিরস্ত্র) মোঃ শাহাদত হোসেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, বগুড়া, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন, কং/৯৫৯ মোঃ শফিকুল ইসলাম,কং/৪৫১ মোঃ ইনছার আলী, কং/৭৯০ মোঃ আঃ মতিন, ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লাহ , সকলেই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, জেলা- বগুড়া ইং-১৮/০৯/২০১৯ ইং মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দিনাজপুর হইতে ছেড়ে আসা নগরবাড়ী গামী ‘এইচ এ প্লাস পলক’ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৫৯৪।তে করিয়া একজন ব্যক্তি যাত্রীবেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল লইয়া নগরবাড়ীর দিকে যাইতেছে।  উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত এসআই সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১৮/০৯/২০১৯ তারিখ ১৭.২০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের পিছনের সিটে বসে থাকা টিকিটবিহীন যাত্রী আসামী মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা-মৃত হায়দার @ হামদান আলী, সাং- তিখুর (টিকুর পশ্চিমপাড়া), থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর এর দেহ তল্লাশি করা কালে তাহার দুই পায়ের মাঝ খানে ডান হাতে ধরে রাখা ০১ (এক) টি এ্যাস কালারের স্কুল ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৪৮ (আটচল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করেন। তৎপ্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা নং-৪৬, তারিখ-১৮/০৯/২০১৯ ইং ধারা-১৯৭৪ সনরে স্পশোল পাওয়ার এ্যাক্ট এর ২৫-বি (২) রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage