জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ জাকির আল আহসান সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট পেৌরসভাধীন সাগরপাড়া মার্কাজ মসজিদ এর মেইট গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ বোতল ফেন্সিডিল, ওজন ১০০০ মি.লি, মূল্য অনুমান ৮,০০০/- টাকা এবং ০১টি মোটর সাইকেল সহ ১. মোঃ নাহিদ @ সাজু @ লেদা(২৪), পিতা- মোঃ নুর ইসলাম, পালিত পিতা- মোঃ আমিনুর রহমান, সাং- সাগরপাড়া রেলবস্তি,, থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন।