জয়পুরহাট আক্কেলপুর থানায় ২টি ককটেলসহ একজন আটক

জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আক্কেলপুর থানার জাফরপুর বাজার হইতে ৩০০ গজ দক্ষিনে রাত্রী ০১.৩০ ঘটিকায় দেবীনের বীজের উপর অপরিচিত ৩-৪ জন লোকের আনাগুনা দেখে এসআই মোঃ নজরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সে ব্রীজের দিকে আগাইতে থাকলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এসময় এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাদের ধাওয়া করে একজনকে আটক করে তল্লাসী করলে একটি সাদা পলিথিনের ব্যাগে খাকি রংয়ের থামের মধ্যে জর্দ্দার কৌটায় লাল কসটেস দিয়ে মোড়ানো ২টি ককটেলসহ মোঃ নুর আলম সরদার @ পলাশ @ প্রিন্স(৩২), পিতা- মোঃ নুরুল ইসলাম সরদার, গ্রাম- জামালপুর (চারমাথা কাজীপাড়া), থানা ও জেলা জয়পুরহাটকে গ্রেফতার করেন আক্কেলপুর থানা পুলিশ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage