পুলিশের নামে টাকা নেয়ার অভিযোগে পারভেজ (২৮) নামে এক প্রতারককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পুলিশের একটি দল তাকে আটক করে। আটক পারভেজ সদর মডেল থানার মহারাজপুর ইউপির লাহারপুর গ্রামের আস্তার আলীর ছেলে। আটকের বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম জানিয়েছেন,কোন ভুক্তভোগীর কাছ থেকে পুলিশের নামে মামলা, অভিযোগ, জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত যে কোন বিষয়ে টাকা নেয়া হয় না । কিন্তু পারভেজ পুলিশ ক্লিয়ারেন্সের নাম করে সদর উপজেলার গোবরাতলা অরুনবাড়ি গ্রামের আজহার উদ্দিনের ছেলে বিদেশ গামী শাহ আলমের (৩৮) কাছ থেকে ৫০০ টাকা আদায় করে। পরবর্তীতে জেলার পুলিশ সুপার এমএইচ আবদুর রকিব পিপিএম,বিপিএম এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান পিপিএম বিষয়টি জানতে পারলে পারভেজকে অভিযোগের ভিত্তিতে আটকের করেন। ওসি আরো জানান, পুলিশ ক্লিয়ারেন্সসহ পুলিশি সেবায় কোন ধরনের টাকা নেওয়া হয়না, পুলিশের নামে টাকা নেওয়ার অভিযোগে নিয়মিত মামলায় ২৪/০২/২০২০ তারিখে পারভেজ কে আদালতে প্রেরণ করা হয়। ওসি জিয়া জনগনকে পুলিশের নামে টাকা দিতে নিষেধ সহ এধরনের ঝামেলায় পড়লে ফোন দিয়ে জানানোর অনুরোধ করেন । ইং ২৪/০২/২০২০ তারিখে দৈনিক উপচার, দৈনিক লাল গোপাল, দৈনিক চাঁপাই চিত্র, দৈনিক চাঁপাই দৃষ্টি সহ বিভিন্ন পত্রিকায় উক্ত সংবাদটি প্রকাশিত হয়।