জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ তহিদুল ইসলাম সঙ্গীয়  ফোর্সসহ  জয়পুরহাট থানাধীন দোগাছী ইউপির অন্তর্গত মঙ্গলবাড়ী বাজারস্থ মেসার্স এমআর ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ পুড়িয়া শুকনা গাঁজা, ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ১,২৫০/- টাকা  সহ ১.  মোঃ তছলিম হোসেন (২৭), পিতা- মোঃ তোজাম্মেল হক,  ২. মোঃ মামুনুর রশিদ মিলন (২২), পিতা- মোঃ আজিজুল হক, উভয় সাং-- জিতারপুর,, থানা ও জেলা- জয়পুরহাট এবং জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয়  ফোর্সসহ   জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভাস্থ হারাইল পশ্চিমপাড়া মসজিদের পূর্ব পার্শ্বে রাস্তার উপর, হারাইল হইতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১.২ গ্রাম, মূল্য অনুমান ৩,০০০/- টাকা  সহ ১. . মোঃ বিপ্লব হোসেন (২৯), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- হারাইল (পশ্চিম) , থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage