রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ চারঘাট মডেল থানা, রাজশাহীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১\০১\২০২০ তারিখ চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ০৬ বোতল ফেনন্সিল সহ আসামী মোসাঃ চায়না বেগম(৩০), স্বামী কাবিল,সাং মোক্তারপুর আন্ধারীপাড়া,চারঘাট, রাজশাহীকে গ্রেফতার করেন এবং ০৩ গ্রাম হেরোইনসহ আসামী মোঃ জাহাংগীর @ লালু(৩৭), পিতাঃ মুনসুর রহমান বাদল সাং মৌগাছি, থানা চারঘাট, রাজশাহীকে গ্রেফতার সহ জিআর নং ১৪৮\১৯(মতিহার) এর আসামী আসলাম(২৭) পিতা মৃত্ ইসলাম, সাং মোক্তারপুর,চারঘাট, রাজশাহী সর্বমোট ০৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।