ইং-১৮-১-২০২০ তারিখে থানা পুলিশ কর্তৃক মোট ০৭জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়  অফিসার ইনচার্জ চারঘাট মডেল থানা, রাজশাহীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৮-১-২০২০ তারিখে চারঘাট থানা পুলিশ কতৃক অভিযান পরিচালনা করে ষোল বোতল ফেন্সিডিল সহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার, ফেন্ডিসিল পান করার অপরাধে একজনকে, অন্যান্য মামলায় তিন জনকে এবং পরোয়ানাভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার সহ মোট ০৭জন আসামীকে বিঞ্জ আদালতে সোপদর্ করা হয়েছে







সর্বশেষ সংবাদ
DIG Homepage