০৩-২-২০২০ তারিখে সর্বমোট ০৯জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়  অফিসার ইনচার্জ চারঘাট মডেল থানা, রাজশাহীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ০৩-২-২০২০ তারিখে চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা সহ ০২জন মাদক ব্যবসায়ীকে, এসআই নিরস্ত্র/মুহাঃ মনিরুল ইসলাম কর্তৃক নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশের সহায়তায় চারঘাট মডেল থানার মামলা নং-৪৫, তাং-২৪-১-২০২০ইং, ধারা-২০০০ সালের নাঃ শিঃ নিঃ সংশোধনী/০৩ এর ৭/৩০ এর এজাহার নামীয় ০৫জন আসামীকে গ্রেফতার সহ মামলার ভিকটিমকে উদ্ধার, এছাড়াও পরোয়ানা ভুক্ত ০২জন  আসামীকে গ্র্রেফতার করা হয়েছে।    ইং-০৪-২-২০২০ তারিখে চারঘাট মডেল থানা হতে  মাদক মামলার আসামী ০২জন,   নারী শিশু আইনে রুজুকৃত মামলার আসামী ০৫জন, পরোয়ানা ভুক্ত আসামী ০২জন সহ সর্বমোট ০৯জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage