ইং ২০/০২/২০২০ তারিখ বিকাল ১৫:৪৫ ঘটিকায় অত্র সদর মডেল থানাধীন আমনুরা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের ০১নং গেটের উত্তর কোণে আসামী ১। শ্রী ভরত @ ভারত সাহানী (৫০), পিতা- মৃত রামেশ্বর সাহানী, সাং ঝিলিম বাজার (ইউপি- ঝিলিম), থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর টিনসেডের ভাড়া ঘরের মধ্যে হইতে গ্রেফতার করা হয়।