মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়পুরহাট থানার পুরনাপৈল ইউনিয়নের বনখুর গ্রামের পাঁচবিবি টু জয়পুরহাট গামী রাস্তার উপর চেকপোস্ট করার সময় আসামী মোঃ রফিকুল ইসলাম(৩৩), পিতা-মৃত নফির উদ্দিন, গ্রাম-পারইল, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে তার ব্যবহৃত CBZ মোটর সাইকেল তল্লাশি করে ট্যাংকির ভিতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করেন।