অত্র মামলার বাদী এএসআই/ মো: শুকুর আলী সহ সঙ্গীয় অফিসার ফোর্স ভোলাহাট থানার জিডি নং- ৫৪১, তারিখ- ১৫/০২/২০২০ খ্রি. মূলে মোটর সাইকেল যোগে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে অত্র থানাধীন খাসপাড়া মোড়ে অবস্থানকালে ইং ১৫/০২/২০২০ তারিখ সকাল ১০.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার বাদী জানিতে পারেন যে, একজন বাই সাইকেল আরোহী একটি গাড় সবুজ রংয়ের বাই সাইকেল যোগে ফেন্সিডিল বহন করিয়া শিবগঞ্জ থানাধীন বাটার মোড় হতে ভোলাহাটের দিকে আসছে। বাদী সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ ভোলাহাট থানা সাহেবকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য রওনা হন।ইং ১৫/০২/২০২০ তারিখ সকাল ১০.৪০ ঘটিকার সময় বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানাধীন ছোট জামবাড়ীয়া গ্রামস্থ জনৈক বিপ্লব আলী এর চায়ের দোকানের সামনে বটগাছের নিচে পাকা রাস্তার পাশে ওঁৎ পেতে থাকেন। ইং-১৫/০২/২০২০ তারিখ সকাল ১০.৫৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া প্রাপ্ত তথ্যের সাথে মিল পাইয়া ভোলাহাটের দিকে আসা একটি বাই সাইকেল ছোট জামবাড়ীয়া গ্রামস্থ জনৈক বিপ্লব আলী এর চায়ের দোকানের সামনে বটগাছের নিচে পাকা রাস্তার উপর থামানোর সংকেত দিলে আমাদের সংকেত পাইয়া বাই সাইকেলটি থামাইলে বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০১ (এক) জন ব্যক্তিকে ধৃত করেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী তোহুর এর ব্যবহৃত বাই সাইকেল বিধি মোতাবেক তল্লাশী করিয়া বাই সাইকেল এর পিছনে বসার কেরিয়ারের উপর সাদা রংয়ের প্লাষ্ট্রিকের বস্তার ভিতর থাকা ধানের গুড়ার মধ্যে রক্ষিত ৭০ (সত্তর) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত প্রতিটি ফেন্সিডিলের ইনটেক প্লাষ্ট্রিকের বোতলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus “PHENSEDYL” HIMACHAL PRADESH INDIA, 100ml লেখা আছে। প্রতিটি বোতলের নিচে খোদাই করা ইংরেজিতে SHREE NAINA Abbott লেখা আছে। প্রতি বোতল ফেন্সিডিলের মূল্য অনুমান ৬০০/- টাকা করিয়া (৭০×৬০০)= ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাদীর সঙ্গীয় অফিসার হিসেবে ইং ১৫/০২/২০২০ তারিখ সকাল ১১.২৫ ঘটিকায় উদ্ধারকৃত আলামত ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল, ধৃত আসামী তোহুর এর ব্যবহৃত বাই সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় স্বাক্ষীদের এর স্বাক্ষর গ্রহন করি এবং আমি নিজেও স্বাক্ষর করি। গ্রেফতারকৃত আসামীকে সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামী উক্ত আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল গুলি চোরাচালানের মাধ্যমে অবৈধপথে ভারত হতে বাংলাদেশে আনয়নের কথা স্বীকার করে। অত্র মামলার বাদী থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব উহা আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এর ভোলাহাট থানার এফ আই আর নং-৫/২১, তারিখ- ১৫ ফেব্রু, ২০২০; জি আর নং-২১/২০২০, তারিখ- ১৫ ফেব্রু, ২০২০; সময়- দুপুর ১৩.১৫ ঘটিকা, ধারা- 1974 mv‡ji Special Power Act, 25-B (1)(b) মামলা তদন্তকারী কর্মকর্তা মো: আব্দুর রউফ, বিপি-৮১০১০৯১১৯৫, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)