অদ্য ১০/০২/২০ তারিখ ১৫.০০ ঘটিকায় নাচোল থানাধীন রাজবাড়িহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় ও আলোচনা সভার সভাতিত্ব করেন জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ নাচোল থানা, চাঁপাইনবাবগঞ্জ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, আরও উপস্থিত ছিলেন এসআই/শিশির কুমার চক্রবর্তী, এসআই/মুকুল চন্দ্র, এএসআই/মোঃ রাসেল সহ সঙ্গীয় ফোস এবং অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জন সাধারণ। উক্ত মতবিনিময় সভায় মাদক,সন্ত্রাস,বাল্য বিবাহ, ইভটিজিং, করোনা ভাইরাস প্রতিরোধ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধ বিষয়ক বক্তব্য রাখা হয়। মতবিনিময় ও আলোচনা সভাটি ১৮.০০ ঘটিকায় শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়। আনুমানিক লোকসংখ্যা ৫০০/৫৫০ জন।