তাজা গাঁজার গাছসহ একজনকে আটক করেন জয়পুরহাট থানা পুলিশ। জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি স্যারের তত্ত্বাবধানে জয়পুরহাট সদর থানার এএসআই(নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানাধীন ২নং দোগাছি ইউপির অন্তর্গত চকশ্যাম গ্রামের মোঃ রাজু মন্ডল @ সাজু মন্ডল এর বসত ঘরের পিছন হইতে ৮ ফুটের অধিক লম্বা, ১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেন। গ্রেফতারকৃত মোঃ রাজু মন্ডল @ সাজু মন্ডল(৩৬), পিতা- মৃত হামিদ মন্ডল, সাং- চকশ্যাম (কবরস্থান সংলগ্ন), থানা ও জেলা- জয়পুরহাট।