জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের পীরপাল এলাকা হইতে ২০০ পিচ ইয়াবাসহ মোঃ আব্দুর রউফ @ বাবু(৩৫), পিতা-মোঃ আব্দুল মজিদ(ওবায়দুল), সাং-শালাইপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে আটক করেন।পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানার দাদরা জন্তিগ্রাম হইতে ৭৫ পিচ ইয়াবাসহ ১। মোঃ মোফাজ্জল @ মফিজ(৪২), ২। মোঃ মানিক(৩৮), উভয় পিতা-মৃত কালু, সাং-দাদরা জন্তিগ্রাম, ৩। মোঃ শাকিল হোসেন সরকার @ সাবু(৩২) পিতা-মৃত শাহজাহান, সাং-পাটারপাড়া, সর্ব থানা ও জেলা-জয়পুরহাটদের আটক করেন।