জয়পুরহাট পুলিশ কর্তৃক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

জয়পরহাট সদর থানা এলাকার চকশ্যাম গ্রামে মোঃ এনামুল হক এর শিশু সন্তান ইরাম হোসেন @ মাসুম গত ৩০-০১-২০২০ ইং বিকাল অনুঃ ০৩.০০ ঘটিকায় নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায় না। পরদিন সকাল অনুঃ ০৭.০০ ঘটিকায় একটি বাঁশ ঝাড়ে প্লাষ্টিকের বস্তায় শিশুটি লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) থানার পুলিশসহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিচক্ষণতার সাথে মৃত শিশুর আত্মীয় স্বজন ও গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদে এবং ঘটনার পারিপার্শ্বিকতায় হত্যার রহস্য উদঘাটনে সমর্থ হন। আসামী ১) মোঃ রাজু আহাম্মেদ (১৭), পিতা-রাজা মিয়া, পালক পিতা-মোঃ রেজাউল করিম, ২) মোঃ রেজাউল করিম(৪২), পিতা- মৃত মইন উদ্দীন @ মিছির, উভয় সাং- উত্তর জয়পুর, থানা ও জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। আসামীদের বাড়ী তল্লাশী করে মৃ্ত শিশুর ব্যবহৃত পায়ের সেন্ডেল, রক্ত মোছানো ন্যাকড়া ও লাশ ঢুকাতে ব্যবহৃত বস্তার ন্যায় একই ধরনের প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ রাজু আহাম্মেদ শিশু ইরামকে তার বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে বলাৎকারের চেষ্টা করে। শিশুটি তখন চিৎকার করে সবাইকে বলে দিবে বললে আসামী রাজু আহম্মেদ শিশুটিকে মারধর ও গলা টিপে হত্যা করে মৃত দেহটি বস্তায় ঢুকিয়ে খাটের নীচে রেখে দেয়। পরে তার বাবা মোঃ রেজাউল করিমের সহায়তায় শিশুটিকে বস্তায় করে পাশের বাঁশ ঝারে ফেলে দিয়ে আসে বলে স্বীকার করে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage