অভিনন্দন জানাই শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ #জনাব_শামসুল_আলম_শাহ্ । আপনার চলমান অভিযানে শিবগঞ্জ বাজারের কিছু কিছু নির্দিষ্ট স্থানে স্কুল কলেজের ছাত্র দের সন্ধ্যার পর আড্ডা কেরাম বোর্ড এর নামে জুয়া, স্মার্টফোনে লুডু ,, তাস,মাদক,ইভটিজিং সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে ছাত্রসমাজ বাঁচানোর জন্য আপনি যে উদ্যোগটি নিয়েছেন। আপনি পারবেন শিবগঞ্জ উপজেলার তথা শিবগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে। সকল #অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিজ নিজ সন্তানদের সন্ধ্যার পর যেন পড়ার টেবিলে বসে সেদিকে লক্ষ্য রাখবেন। #এন্ড্রয়েড_স্মার্ট_ফোন কিনে দেওয়া থেকে বিরত থাকুন। অন্তত একজন ছাত্র/ছাত্রীকে ন্যূনতম এস,,এস,,সি পাসের আগে কোন অবস্থাতেই স্মার্টফোন কিনে দিবেন না। যে কাজটা করা দরকার ছিল অভিভাবকদের অনেক আগেই,,সে কাজটা শিবগঞ্জ থানার ওসি সাহেব করে দেখিয়ে দিয়েছেন। নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় এবং ওসি সাহেব এই অভিযান এভাবে অব্যাহত থাকলে ,,ছাত্রসমাজ সন্ধ্যার পর পড়ার টেবিলে থাকবে। ছাত্রদের রেজাল্ট ভালো হবে। শিবগঞ্জের যুব সমাজ আলোর পথে এগিয়ে যাবে।শিবগঞ্জ উপজেলাবাসী নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ওসিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।