জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাড়ীর এসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চকবরকত ইউনিয়নের তেরগাথি গ্রাম হইতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ১) মোঃ সোহাগ(২৯), পিতা-মোঃ আজিজ সোনার, সাং-কোমরপুর; ২) মোঃ আঃ লতিফ বাবু(৪০), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-তেরগাথি, উভয় থানা ও জেলা- জয়পুরহাটকে আটক করেন। এবং আক্কেলপুর থানার এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার কেসের মোড় হইতে ৫০ গ্রাম গাঁজাসহ ১) মোঃ হিরু(২৪),পিতা-মোঃ ইছাহাক আলী, সাং-সোনামুখী, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটকে আটক করেন এবং পৃথক অভিযানে আক্কেলপুর থানার এসআই(নিঃ) এসএম জুবায়ের হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার নিচাবাজার এলাকা হইতে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২) মোঃ সামছুল হক(৫৬), পিতা-মৃত ছালেক মন্ডল, সাং-আক্কেলপুর পুরাতন বাজার, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটকে আটক করেন।