জয়পুরহাট জেলার কালাই থানায় ০২ জন ডাকাত গ্রেফতার

কালাই থানার এসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ২৬/০১/২০২০ তারিখ রাত্রী ০২:৩৫ ঘটিকার সময় কালাই থানাধীন মাদারপুর গ্রামস্থ জনৈক মোঃ বাক্কারী এর পরিত্যক্ত বাড়ীতে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালীন ডাকাত দলের সদস্য ১। মোঃ আবুল কাশেম (৩২), পিতা- মোঃ জয়নাল কসাই, ২। মোঃ রানা (১৯), পিতা- মৃতঃ আজিজুর রহমান, উভয় সাং- মাদারপুর, থানা- কালাই, জেলা- জয়পুরহাট’দ্বয়কে ১। ০১ টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত হাসুয়া, ২। ০১ টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত গরু জবাই করা ছুরি,  ৩। ০১ টি লোহার তৈরি প্লাস্টিকের বাটযুক্ত দা, ৪। ০১ টি স্টীলের তৈরি প্লাস্টিকের বাটযুক্ত চেপ্টা ধারালো ছুরি, ৫। ০১ টি স্টীলের তৈরি প্লাস্টিকের বাটযুক্ত সরু ধারালো ছুরি, ৬। ০১ টি ছোট স্লাই রেঞ্জ, যাহার দৈর্ঘ্য ০৬ ইঞ্চি সহ আটক করেন। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage