পাঁচবিবি থানা পুলিশ অদ্য পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সর্বমোট ১৬০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেন। গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ পাঁচবিবি পৌরসভা এবং পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপির অর্ন্তগত উত্তর গোপালপুর গ্রাম হইতে ফেন্সিডিল ও ইনজেকশন উদ্ধার সহ ০৩ জন আসামীকে আটক করেন। আটককৃতরা হলেন ১। মোঃ আরিফুল ইসলাম @ আরিফ (৩১) পিতা-মোঃ আব্দুল আজিজ মন্ডল, সাং-উত্তর গোপালপুর, ২। মোঃ মনির হোসেন @ মনি (৩৯) পিতা-মোঃ আব্দুল আজিজ মন্ডল, সাং-উত্তর গোপালপুর, ৩। মোঃ শাহ আলম (২০) পিতা-মৃত আব্দুল ফাত্তার @ সাত্তার, সাং-ভীমপুর সর্ব থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।