জয়পুরহাটে বিশেষ অভিযান পরিচালানায় ০৯ মাদক ব্যবসায়ীসহ মোট ২৭ জন গ্রেফতার

জয়পুরহাট জেলা পুলিশ গত ২২-০১-২০২০ খ্রিঃ বুধবার মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে ০৯(নয়) জন মাদক ব্যবসায়ীদেরকে- ৫১ বোতল ফেন্সিডিল, ১১২ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ লিটার চোলাই মদসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানামুলে সর্বমোট ২৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারী পরোয়ানামুলে ১৬ জনকে ও তদন্তাধীন নিয়মিত মামলায় ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী ও বিশেষ অভিযান চলমান রয়েছে। জয়পুরহাট থানায়-০৭ জন, পাঁচবিবি থানায়- ১৩ জন, ক্ষেতলাল থানা-০১ জন, কালাই থানায়-০৫ জন, আক্কেলপুর থানায়-০১ জন, মোট- ২৭ জন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage