জয়পুরহাটে মাদক ব্যবসায়ী ও একজন পকেটমার আটক

জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে... জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ আতিকুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাচঁবিবি থানাধীন ধরঞ্জী ইউনিয়নের রতনপুর (হিন্দুপাড়া) গ্রাম হইতে ৭০ বোতল ফেন্সিডিলসহ শ্রী রনজিত চন্দ্র বর্মণ(৩৫), পিতা-শ্রী বিদেশী চন্দ্র বর্মণ, সাং-রতনপুর (হিন্দুপাড়া), থানাঃ পাচঁবিবি, জেলাঃ জয়পুরহাটকে আটক করেন। এবং পৃথক একটি অভিযানে জয়পুরহাট থানার এসআই মোঃ জাকির আল আহসান সঙ্গীয় ফোর্সসহ বিশ্বাসপাড়া বান্দা বটতলা থেকে পকেটমার মোঃ শহিদুল ইসলাম, পিতা-মোজাম মন্ডল, সাং-খঞ্জনপুর, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, বর্তমান সাং-বেগুনগ্রাম, থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে ৩৫,০০০/- টাকাসহ গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage