জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে... সদর থানা পুলিশের এসআই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১নং স্টেশন রোড এর শান্তিনগর ফুলতলীর মোড় হইতে ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাহাবুব হাসান(৪২), পিতা-মোঃ নইমুদ্দিন শেখ, সাং-উত্তর গোপালপুর,থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন। পাঁচবিবি থানার এসআই মোঃ জাকরিয়া খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার ধরঞ্জী গ্রাম হইতে ২৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাবু মন্ডল(২৫), পিতা-মোঃ বেলাল মন্ডল, সাং-পশ্চিম কড়িয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ রিপন মিয়া(৩০), পিতা-মোঃ আবুল, সাং-কড়িয়া বাজার, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে এবং ডিবি পুলিশ কর্তৃক ৮০ বেতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।