১৯-০১-২০২০ তারিখ জয়পুরহাট থানার জামালপুর ইউনিয়নের সড়ক ভবন অফিসের সামনে জয়পুরহাট টু আক্কেলপুরগামী রাস্তার উপর এসআই/ আল আমিন সঙ্গীয় এসআই/খঃ সাব্বির আরাফাত জনি ও ফোর্সসহ চেকপোষ্ট করাকালে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আসামী মোঃ জহুরুল আলম(৩৮), পিতা-মৃত মোজাম্মেল, সাং-হানাইল উত্তরপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট বর্তমানঃ সাং-সিও কলোনী, থানা ও জেলা জয়পুরহাটকে গ্রেফতার করেন।